DETERMINERS
Determiners: যে সকল word বা শব্দ noun -এর পূর্বে বসিয়া ইহার সংখ্যা বা পরিমাণ বুঝায় এবং noun-টি Singular না Plural হইবে অথবা Countable না Uncountable হইবে তাহা নির্ণয় করে। সেই সকল শব্দকে determiners বলে।
A Determiner is a word that puts before a noun and determines whether the noun is singular, plural, countable or uncountable.
Determiners are classified into the following groups ( Determiners-গুলোকে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা যায়)
- Article - a, an, the.
- Demonstrative - this, that, these, those.
- Quantitative - many, much, few, some, little, any, several, each, every.
- Possessive - my, mine, his, her, your, our, their, its, Raju’s, etc.
- Cardinals - one, two, three, four, etc.
- Ordinals - first, second, third, fourth, etc.
‘Determiners’ ব্যবহার করার জন্য কিছু প্রয়োজনীয় নিয়মাবলীঃ
Use of Quantitative Determiners:
(A) Few: সংখ্যায় প্রায় নাই বুঝাইলে। ('Few’ is used in a negative sense and indicates almost none).
A few: সংখ্যায় অল্প (অল্পসংখ্যক) বুঝাইলে। ('A few’ indicates some).
The few: সংখ্যায় যাহা আছে তাহা সব একত্রে বুঝাইলে। ('The few’ means a small number which is a whole).
Not a few: (কম সংখ্যক নয়, a pretty large number)
(B) Little: পরিমাণে প্রায় নাই বুঝাইলে। ('Little’ is used in the negative sense which is practically nothing).
A little: পরিমাণে অল্প বুঝাইলে। ('A little’ means a small quantity, অল্প পরিমাণ).
The little: পরিমাণে যাহা আছে তাহা সব একত্রে বুঝাইলে। ('The little’ means not much, but all that is).
Not a little: (কম পরিমাণ নয়, much)
(C) Many: সংখ্যায় অনেকগুলি বুঝাইলে। ('Many’ is used in the ‘numerous’ sense).
Much: পরিমাণ বুঝাইলে। ('Much’ is used to indicate quantity).
(D) Any: Negative ও Interrogative বাক্যে অনির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার noun-এর পূর্বে বসে। Any এর পূর্বে ‘not’ বসে কিন্তু 'no’ বসে না।
Some: হ্যাঁ-বোধক বাক্যে ব্যবহৃত হয়। আবার প্রশ্নবোধক বাক্যেও ব্যবহৃত হয় যদি বাক্যটি আদেশ বা অনুরোধ বুঝায়। ('Some’ is used in affirmative sentences but it can be used in question which denotes some commands or requests or invitations).
(E) Each: দুইটি অথবা দুইয়ের অধিক নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে একটিকে পৃথকভাবে বুঝায়। ('Each’ refers to one of two or more).
Every: অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে বুঝায়। ('Every’ refers to one of more than two only).
(F) Either: দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটিকে বুঝায়। ('Either’ means one of the two).
Neither: দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনটিই নয় এমন বুঝায়। ('Neither’ means none of the two).
‘Either’ and 'Neither’ are called distributive determiners.
ARTICLES
Articles: ‘a’ , 'an’ এবং ‘the’ কে article বলে। (A, An, The are called articles. Articles are of two types - (a) Definite Article, (b) Indefinite Article)
Articles দুই প্রকার-
- Definite (নির্দিষ্ট) Article
- Indefinite (অনির্দিষ্ট) Article
- 'a’ এবং ‘an’ কে indefinite article বলে।
- 'the’ -কে definite article বলে।
‘Articles’ ব্যবহার করার জন্য কিছু প্রয়োজনীয় নিয়মাবলীঃ (Necessary rules for the use of 'a’ , 'an’ and 'the’)
- সাধারণত vowel (a, e, i, o, u) এর আগে an বসে। যেমন- an umbrella, an application, an old man etc.
- সাধারণত consonant এর আগে a বসে। যেমন- a boy, a man etc.
- কোন শব্দের প্রথমে ‘U’ থাকিলে এবং 'U’ এর উচ্চারণ ‘You’ এর মত হইলে, উহার পূর্বে ‘an’ না বসে ‘a’ হয়। যেমন- a unit, a university, a useful thing.
- যেসকল শব্দের প্রথমে vowel থাকে কিন্তু vowel গুলির উচ্চারণ ‘You’ (ইউ) অথবা 'W’ (ডব্লিউ) এর মত হয়, উহাদের পূর্বে 'a’ বসে। যেমন- a European, a one rupee note etc.
- কোন শব্দের প্রথমে silent (অনুচ্চারিত) ‘h’ থাকে তবে, ওই শব্দের পূর্বে ‘an’ বসে। যেমন- an hour, an honest man, an heir etc.
- প্রথমে vowel sound থাকা consonant থাকিলে ওই শব্দের পূর্বে ‘an’ বসে। যেমন- an M.A.
- Dozen, hundred, thousand, pair প্রভৃতি সংখ্যাবাচক শব্দের পূর্বে 'a’ বসে। যেমন- a dozen pencil, a pair shoes etc.
- চিরপরিচিত নামের পূর্বে ‘the’ বসে।
- নদী, পর্বতশ্রেণী, পাহাড়, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, আগ্নেয়গিরি প্রভৃতি নামের পূর্বে ‘the’ বসে। যেমন- The Ganga, the Himalayas, the Arabian sea, the Indian ocean, the Andamans etc.
- জাহাজ এবং সংবাদপত্রের নামের পূর্বে ‘the’ বসে। যেমন- The Viceroy, the Titanic, the Amrita Bazer Patrika etc.
- বিখ্যাত গ্রন্থের (ধর্মগ্রন্থ, মহাকাব্য) নামের পূর্বে ‘the’ বসে। যেমন- 'The Ramayana’, 'the Geeta’, 'the Koran’ etc. কিন্তু গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম উল্লেখ থাকিলে ‘the’ ব্যবহৃত হয় না। যেমন- Valmiki’s Ramayana, Homer's Iliad etc.
- Superlatives degree এর পূর্বে ‘the’ বসে। যেযন- He is the best boy in our class.
- বিখ্যাত প্রাসাদ বা অট্টালিকা, বিখ্যাত ঐতিহাসিক ঘটনা ইত্যাদি নামের পূর্বে 'the’ বসে। যেমন- The Taj Mahal, the parliament house,the High Court, the French Revolution etc.
- দল, সম্প্রদায় প্রভৃতি নামের পূর্বে 'the’ বসে। যেমন- The Janata Party, the Vaishnavas etc.
- জাতির নামের পূর্বে 'the’ বসে কিন্তু ভাষার নামের পূর্বে কোন articles বসে না। যেমন- (i) The English (ইংরেজ জাতি) are industrious. (ii) English (ইংরেজী ভাষা) is a rich language.
- কোন প্রসিদ্ধ গাড়ির নামের পূর্বে ‘the’ বসে। যেমন- The Rajdhani Express.
- বিশেষ অর্থপূর্ণ দেশ, প্রদেশ এবং বিশ্ববিখ্যাত সংস্থার নামের পূর্বে ‘the’ বসে। যেমন- The United States of America, the World Health Organization etc.
- কোন Proper Noun এর পূর্বে পরিচয় ইত্যাদি বাচক শব্দ থাকিলে ওই শব্দের পূর্বে 'the’ বসে। যেমন- The goddess kali, the blacksmith Ramchandra etc.
- তারিখের পূর্বে ‘the’ বসে। যেমন- The 15th August, the 2nd October etc.
- দুইটি Singular number এর noun 'of’ দ্বারা যুক্ত হলে সাধারণত উহাদের পূর্বে ‘the’ বসে। যেমন- The door of the room, the book of the boy etc.