PERSON (পুরুষ)
Personn (পুরুষ) : আমরা কথা বলিবার সময় সাধারণত কোন Noun (বিশেষ্য) অথবা Pronoun (সর্বনাম) সম্বন্ধে বলিয়া থাকি। যাহার সম্বন্ধে বলিয়া থাকি তাহাকে Person বা পুরুষ বলে
Person (পুরুষ) তিন প্রকার :-
(i) First Person (প্রথম পুরুষ বা উত্তম পুরুষ)
(ii) Second Person (দ্বিতীয় পুরুষ বা মধ্যম পুরুষ)
(iii) Third Person (তৃতীয় পুরুষ বা নাম পুরুষ)
কোন Sentence এর Subject-ই হলো Person. ইহার প্রকার নিম্নরূপ:-
| Person (পুরুষ) | Singular Number (একবচন) | Plural Number (বহুবচন) |
| 1st | I (আমি) | We (আমরা) |
| 2nd | You (তুমি) | You (তোমরা) |
| 3rd | He, she (সে / তিনি) | They (তাহারা) |
1. First Person (প্রথম পুরুষ) :
‘I’ এবং ‘we’ শব্দ ও তার বিভিন্ন রূপকে First Person বলে।
| Singular Number (একবচন) | Plural Number (বহুবচন) |
| I (আমি) | we (আমরা) |
| my (আমার) | our (আমাদের) |
| mine (আমার) | ours (আমাদের) |
| me (আমাকে) | us (আমাদিগকে) |
| myself (আমি নিজে) | ourselves (আমরা নিজে) |
2. Second Person (দ্বিতীয় পুরুষ) :
‘You’ (তুমি) এবং ‘you’ (তোমরা) শব্দ এবং তার বিভিন্ন রূপকে Second Person বলে।
| Singular Number (একবচন) | Plural Number (বহুবচন) |
| You (তুমি) | You (তোমরা) |
| your, thy (তোমার, আপনার) | your (তোমাদের / আপনাদের) |
| yours, thine (তোমার, আপনার) | yours (তোমাদের / আপনাদের) |
| thee, you (তোমাকে / আপনাকে) | you (তোমাদিগকে / আপনাদিগকে) |
| yourself (তুমি নিজে / আপনি নিজে) | yourselves (তোমরা নিজে / আপনারা নিজে) |
3. Third Person (তৃতীয় পুরুষ) :
He, she, it, they এবং এর সকল প্রকার রূপ ও অন্যান্য সকল Noun-কে Third Person বলে।
| Singular Number (একবচন) | Plural Number (বহুবচন) |
| He, she, it (সে / তিনি, ইহা) | They, these (তাহারা, ইহারা) |
| His, her, its (তাহার, ইহার) | Their (তাহাদের, ইহাদের) |
| Her’s (তাহার) | Their’s (তাহাদের সকলের) |
| Him, her, it (তাহাকে, ইহাকে) | Them (তাহাদিগকে, ইহাদিগকে) |
| Himself, herself (সে নিজে / তিনি নিজে) | Themselves (তাহারা নিজে) |
| Itself (ইহা নিজে) | Themselves (ইহারা নিজে) |