01. 1 দিনে কত মিনিট? (1440 মিনিট)
02. 1 দিনে কত সেকেন্ড? (86400 সেকেন্ড)
03. লিপিয়ার হলে বৎসরে কত দিন হয়? (366 দিন)
04. পৃথিবী একপাক ঘুরতে কত সেকেন্ড সময় লাগে? (86400 সেকেন্ড)
05. এক সপ্তাহে কত মিনিট? (10080 মিনিট)
06. সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি? (1, এক)
07. কোন দেশে ‘শূন্য’ এবং ‘দশমিক পদ্ধতি’-র আবিষ্কার হয়েছিল? (ভারতবর্ষে)
08. সবচেয়ে ছোট অযুগ্ম সংখ্যা কোনটি? (1, এক)
09. কোন সংখ্যা সব সংখ্যারই উৎপাদক? (1, এক)
10. “√” এই চিহ্নের দ্বারা কি বুঝানো হয়? (বর্গমূল)
11. যে কোন মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি ও কী কী? (দুটি; 1 এবং সংখ্যাটি নিজে)
12. সবচেয়ে ছোট বর্গ সংখ্যা কোনটি? (1, এক)
13. 1 কিলোমিটার = কত মাইল? (0.62 মাইল)
14. 1 মাইল = কত কিলোমিটার? (1.61 কি:মি:)
15. 1 কিলোমিটার = কত মিটার? (1000 মিটার)
16. 1 বিঘায় কত কাঠা? (20 কাঠা)
17. কোন স্বাভাবিক সংখ্যার বর্গ 256? (16)
18. ল.সা.গু. -এর সম্পূর্ণ নাম কী? (লঘিষ্ট সাধারণ গুণিতক)
19. গ.সা.উ. -এর সম্পূর্ণ নাম কী? (গরিষ্ঠ সাধারণ গুণিতক)
20. 1 মিলিয়ন = কত লাখ? (10 লাখ)
21. 1 কোটি = কত মিলিয়ন? (10 মিলিয়ন)
22. জ্যামিতির পৃথিবী বিখ্যাত প্রথম বইটির নাম কী ছিল? (দ্যা এলিমেন্টস)
23. শতাংশ বোঝানোর জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়? (%)
24. অনুপাত (:) এবং সমানুপাতের (::) চিহ্ন কে, কখন প্রথম গণিতের অন্তর্ভুক্ত করেছিলেন? (1628 খ্রীষ্টাব্দে ইংরেজ গণিতজ্ঞ অটরেড)
25. গড় = রাশি কয়টির যোগফল (শূন্যস্থান পূর্ণ কর) (রাশির সংখ্যা)
26. 1 হইতে 100 পর্যন্ত সংখ্যা লিখতে ‘0’ (শূন্য) অঙ্কটিকে কতবার লিখতে হয়? (11 বার)
27. গণনার কাজে ব্যবহৃত সবচাইতে ছোট সংখ্যাটি কত? (1, এক)
28. 1 হইতে 100 এর মধ্যে থাকা যুগ্ম সংখ্যা কয়টি? (50 টি)
29. 1 হইতে 100 এর মধ্যে থাকা মৌলিক সংখ্যা কয়টি? (25 টি)
30. কোন বর্গ সংখ্যার সঙ্গে সেই সংখ্যাটির বর্গমূল যোগ করিলে যোগফল 156 হইবে? (144)
31. সংহতির ইংরেজি নাম কী? (Set; সেট)
32. আয়তনের এককের নাম কী? (ঘনএকক)
33. সমকোণের মান কত? (90°)
34. 1 সরলকোণ = কত? (180°)
35. জ্যামিতির জনক কে? (ইউক্লিড)
36. কম্পিউটারের জনক কে? (চার্লস ব্যাবেজ)
37. ছেদকের একই দিকের অন্তঃকোণের সমষ্টি কত? (180°)
38. দুইটি পূরক কোণের যোগফল কত? (180°)
39. সম্পূরক কোণের মান কত? (180°)
40. পূরক কোণের মান কত? (90°)
41. বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কতগুণ? (2 গুণ)
42. π (পাই) এর মান কত? (22/7 বা 3.14 প্রায়)
43. ব্যাসের তুলনাতে পরিধির দৈর্ঘ্য কতগুণ বেশি? (π গুণ বেশি)
44. ব্যাসকে কোন সংখ্যার দ্বারা পূরণ করিলে পরিধির দৈর্ঘ্য পাওয়া যায়? [π (পাই) দ্বারা]
45. বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মাপ কত? (90°)
46. একটি সরলকোণ কত সমকোণের সমান? (দুই সমকোণের সমান)
47. একটি ঘনকের প্রান্তভাগ (কিনারা) কয়টি? (12 টি)
48. একটি ঘনকের পৃষ্ঠতলের সংখ্যা কত? (6 টি)
49. ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি (যোগফল) কত? (180°)
50. চতুর্ভুজের চারটি কোণের মাপের সমষ্টি (যোগফল) কত? (360°)
51. একটি রম্বাস কখন বর্গ হতে পারে? (প্রতিটি কোণ 90° হলে)
52. 6 টা বাজিলে ঘড়ির কাঁটা দুইটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করিবে? (180°)
53. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির যোগফল কত? (90°)
54. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ কত? (60°)
55. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকে কী বলে? (অতিভূজ)
56. 90° হইতে ছোট কোণকে কী বলে? (সূক্ষ্মকোণ)
57. ‘0’ (শূন্য) এর একটি অনুবর্তী সংখ্যা লিখ? (1, এক)
58. ‘0’ ধনাত্মক না ঋণাত্মক সংখ্যা? (ধনাত্মক নয়, ঋণাত্মকও নয়)
59. ত্রিভুজের যেকোন একটি শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত আঁকা রেখাখণ্ডকে কি বলে? (লম্ব)
60. সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাটি লিখ? (‘0’ শূন্য)
61. 100 তম অযুগ্ম সংখ্যাটি কত? (199)
62. 19 এর পরের মৌলিক সংখ্যাটি কত? (23)
63. 100 কোন সংখ্যার বর্গ? (10)
64. এক অংকের সবচাইতে ছোট বর্গ সংখ্যাটি কত? (1, এক)
65. এমন একটি সংখ্যা লিখ যার বর্গ ও বর্গমূল সমান? (1, এক)
66. সংহতি বা সেটের ধারণা কে (কোন গণিতজ্ঞ) দিয়েছেন? (জর্জ ক্যানটর)
67. 1 কিলোগ্রাম = কত গ্রাম? (1000 গ্রাম)
68. 1 মিলিমিটার = কত সেন্টিমিটার? (0.1 সে:মি:)
69. 27 সংখ্যাটি মৌলিক না যৌগিক? (যৌগিক)
70. ত্রিভুজের কালির সূত্রটি লিখ? (1/2 × ভূমি × উন্নতি)